রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

পায়রা বন্দর এখন অপারেশনের জন্য সম্পুর্ণ প্রস্তুত

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালী কলাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে পায়রা বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল গোলাম সাদেক বলেছেন, সরকার পায়রা বন্দরকে একটি আধুনিক, ব্যবসাবান্ধব ও পরিবেশ বান্ধব গ্রীণ পোর্ট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, পায়রা বন্দর এখন অপারেশনের জন্য সম্পুর্ণ প্রস্তুত। বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং সম্পন্ন হওয়ার ফলে ২৬ মার্চ থেকে প্রতিনিয়ত বন্দরে ১০ থেকে সাড়ে ১০ মিটার নাব্যতার বিদেশি মাদার ভ্যাসেল পণ্য নিয়ে আসছে। বৃহস্পতিবার সকাল দশটায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পায়রা বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে পরিচিতি পর্ব ও মতবিনিময়কালে বন্দর চেয়ারম্যান আরও বলেন, রাবনাবাদ চ্যানেলের চারিপাড়ায় বন্দরের ফার্স্ট টার্মিনাল চালু হলে এ বন্দরের অপারেশন কার্যক্রম আরও বহুগুনে বৃদ্ধি পাবে। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, পায়রা বন্দর এখন অপারেশনের জন্য সম্পুর্ণভাবে প্রস্তুত। তিনি দেশি-বিদেশি সবাইকে এ বন্দর ব্যবহারের অনুরোধ জানান। এসময় অন্যান্যের মধ্যে বন্দরের মেম্বার প্রকৌশল ও উন্নয়ন রাজীব ত্রিপুরা, মেম্বার হারবার ও মেরিন ক্যাপ্টেন জাহিদ হোসেন, পরিচালক ট্রাফিক কাজী ফারুক, বন্দরের সচিব সোহরাব হোসেন, উপ-পরিচালক ট্রাফিক আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas