পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলার লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, শাহিনা পারভীন সীমা, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামার খান, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির।

প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষক প্রতিনিধি, এনজিও কর্মী, ডাক্তার, সাংবাদিক, সিপিপি প্রতিনিধি সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগন। সভায় আসন্ন দুর্যোগ মোকাবিলায় করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।