রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০৪ অপরাহ্ন
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২২-২৩ অর্থবছরের নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলার প্রান্তিক ১৭ জেলেদের মাঝে ১৭ টি বকনা বাছুর গরু ও ৭৮ জেলেদের মাঝে জাল বিতরণসহ ঘূর্ণিঝড় মোখা থেকে বাচঁতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠান ও উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে ঘূর্ণিঝড় “মোখা” থেকে বাচঁতে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে । বকনা বাছুর গরু বিতরণ ও ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় প্রস্তুতিমূলক দুটি সভা উপজেলা নির্বাহী অফিসার নওরীন হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পৃথক দুটি অনুষ্ঠানে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ উপস্থিত ছিলেন। বকনা বাছুর গরু ও জাল বিতরণী অনুষ্ঠানে আলী আজম মুকুল এমপি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন। এ জন্য প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহারস্বরূপ উপজেলায় নিবন্ধিত ১৭ জেলেদের মাঝে ১৭ টি গরুর বকনা বাছুর ও ২৬ সেট জাল ৭৮ জন জেলের মাঝে বিতরণ করা হয়েছে।ধারাবাহিকতায় উপজেলার জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে এসব কথা বলেন তিনি।জেলেদের বিকল্প কর্মসংস্থান বকনা বাছুর গরু বিতরণ অনুষ্ঠান ও ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন টবগী ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব সভাপতি এইচ. এম. এরশাদ, সাংবাদিক আরিফ পন্ডিত, সাংবাদিক ও চিকিৎসক ইকবাল হোসেন, সাংবাদিক রনি ইসলামসহ, সাংবাদিক সাইফুল ইসলাম আকাশ উপস্থিত ছিলেন।