ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। এই ঘূর্ণিঝড় মোকাবেলায় সাধারন মানুষের জান-মাল রক্ষায় পটুয়াখালীর কলাপাড়ায় জরাজীর্ণ চারটি সাইক্লোন সেল্টারকে সংস্কার করে নতুন রূপ দিয়েছে বে-সরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর গ্রামের খ্রিস্টান পাড়ায় এর মধ্যে একটি সাইক্লোন সেল্টার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা ও নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া। এসব সাইক্লোন সেল্টার সংস্কার করায় অনেকটা উচ্ছসিত এলাকাবাসী উপজেলার মহিপুর ইউনিয়নে ২টি ও নীলগঞ্জ ইউনিয়নে ২ টি সাইক্লোন সেল্টার সংস্কারে ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা।