রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

দ্রুততম ফিফটির রাতে সেঞ্চুরি মিস জয়সওয়ালের

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন যুজবেন্দ্র চাহাল। নিজের নামের পাশে যোগ করেছেন ১৮৭ উইকেট। চাহালের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডের রাতে রেকর্ড গড়েছেন যশস্বী জয়সওয়ালও। জয়সওয়াল গড়েন দ্রুততম হাফসেঞ্চুরির নতুন রেকর্ড। ১৩ বলে করেন তিনি ফিফটি। ইডেন গার্ডেনসে আরেকটি রেকর্ডের আভাসও দিয়েছিলেন জয়সওয়াল। কিন্তু তারকা এ ওপেনার মিস করেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শুধু কি তাই? মিস করেন সেঞ্চুরিটাও। নিজেদের ইনিংসের বল বাকি ছিল। কিন্তু দলের জয় নিশ্চিত হয়ে যায় জয়সওয়ালের জাদুকরী তিন অঙ্ক ছোঁয়ার আগেই। ৪৭ বলে ১২ বাউন্ডারি ও ৫ ছক্কায় খেলেন ৯৮* রানের হার না মানা দাপুটে এক ইনিংস। ১৪তম ওভারের প্রথম বলে জয়সওয়াল বাউন্ডারি মারতেই রাজস্থান জিতে যায়। বাউন্ডারির জায়গায় ছক্কা হলেই সেঞ্চুরির দেখা পেয়ে যেতেন এ ব্যাটার। জয়সওয়ালের এই মারকুটে ইনিংসের ওপর ভর করে কলকাতা নাইট রাইডার্সকে (১৪৯/৮) ৯ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস (১৩.১ ওভারে ১৫১/১)। ৪১ বল হাতে রেখে চমৎকার এ জয় ছিনিয়ে নিয়ে প্লে অফ খেলার আশা জিইয়ে রাখল রাজস্থান। অথচ গত ছয় ম্যাচের পাঁচটিতেই হেরে বসেছিল তারা। ১২ পয়েন্ট নিয়ে উঠে গেছে তারা তালিকার তৃতীয় স্থানে। ১০ পয়েন্ট নিয়ে সাতে আছে এখন শাহরুখের কলকাতা।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas