Sujan Mridha
- ১২ মে, ২০২৩ / ২১৯ বার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে বাদুরতলী সংলগ্ন জিয়া কলোনীতে মাটি কাটা ডোবার পানিতে ডুবে এই মর্মান্তিক মৃত্যু হয়। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো সোহেল ফকিরের মেয়ে শারমীন (৫) এবং ছেলে রুমান (৭) এছাড়া ভাই রুবেল ফকিরের মেয়ে মরিয়ম (৮) । এরা চাচাতো ভাই বোন বলে জানা গেছে।

এলাকার লোকজন জানান, শুক্রবার দুপুরে বাবা-মা ঘরে না থাকায় দাদী শেফালী বেগমের কাছেই ছিলো হতভাগা শিশু তিন ভাই-বোন। এরা তিনজনে বাড়ির পাশেই খেলছিল। দুপুরে স্থানীয় এক প্রতিবেশী গরুকে পানি খাওয়ানোর জন্য মাটি কাটার গর্তে জমে থাকা পানি তুলতে গেলে গর্তের পানিতে এক শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তিনি দ্রুত ওই শিশুকে পানি থেকে ওঠাতে গিয়ে ডুবন্ত অবস্থায় অন্য দুই শিশুর মরদেহ দেখেন। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তিন শিশুকে উদ্ধার করে অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে বলে কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান।