রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক  নার্সেস দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নিউ বিরামপুর নার্সিং ইন্সটিটিউট এর  উদ্যোগে শুক্রবার (১২ মে) সকাল ১০টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা শিমুলতলীস্থ নিউ বিরামপুর নার্সিং  ইন্সটিটিউট হতে বিরামপুর ঢাকা মোড় পর্যন্ত প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে নিউ  বিরামপুর নার্সিং ইন্সটিটিউট-এ এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নিউ বিরামপুর নার্সিং ইন্সটিটিউট এর অধ্যক্ষ আরতী রানী মহন্তের সভাপতিত্বে বক্তব্য  রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হারুনুর রশিদ, পরিচালক নুর আলম ও শিক্ষার্থী নওশীন করির চৈতী ও প্রমুখ। এমসয় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ। আলোচনা সভা শেষে নার্সেস এর প্রতিষ্ঠাতা মিস ফ্লোরেন্স নাইটিংগেলের ২০৩তম জন্মবার্ষিকী  উপলক্ষ্যে মোমবাতি জ্বালিয়ে বিশাল আকৃতির কেক কাটা হয়।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas