রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কক্সবাজারে ৫৭৬ টি আশ্রয়স্থল প্রস্তুত

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

কক্সবাজারে  ঘূর্ণিঝড়  মোখা মোকাবিলায়  ৫৭৬ টি  আশ্রয়কেন্দ্র প্রস্তুতি   নিয়েছে। এছাড়াও   কক্সবাজার জেলায়  নগদ ২০ লক্ষ  টাকা,  ১৫০ মেট্রিকটন  চাল, ৩ টন বিস্কুট ৩ টন শুকনো কেক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১১ মে অতিরিক্ত  জেলা প্রশাসক( এডিএম)  মোহাম্মদ  আবু সুফিয়ান জানান,, শুকনো খাবারসহ  আনুষাঙ্গিক  মালামালগুলো  প্রত্যেক উপজেলায় পৌঁছে দেওয়া  হচ্ছে ।

এছাড়া বিশুদ্ধ  খাবার  পানি ও  পানি বিশুদ্ধ  করন ওষুধ ও সরবরাহ করা হয়েছে। জেলা ত্রানও পূর্নবাসন  কর্মকর্তা  মোহাম্মদ  জাহাঙ্গীর  আলম বলেন, জেলার প্রতিটি উপজেলায়  পাঁচ টন চাউল, পাঠানে হয়েছে ।  কক্সবাজারের  টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী তিন উপজেলায় নগদ ১,৫০,০০০ দেড় লক্ষ টাকা  পাঠানো হয়েছে । তাছাড়া  জরুরী প্রয়োজনে ব্যাবহারের জন্য ৪৯০ মেট্রিকটন চাল  নগদ ১০ লক্ষ   ৩০ হাজার টাকা, ১৯৪  ব্যান্ডিল ঢেউটিন,  মজুত রয়েছে ।  আরও পাঁচ লক্ষ  টাকা ও পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ  চেয়ে দূর্যোগ ব্যাবস্হাপনা ও ত্রান মন্ত্রানলয়ে চাহিদা পাঠানো হয়েছে।

অতিরিক্ত  জেলা প্রশাসক  বিভিষন কান্তি দাশ জানান, দূর্যোগ শুরু হলেই  উপকুলীয় এলাকার মানুষকে  নিরাপদে নেওয়ার  প্রস্তুতিসহ  প্রয়োজনীয় ব্যাবস্হা নেওয়ার  নির্দেশ দেওয়া হয়েছে ।  প্রস্তুত  রাখা হয়েছে সিপিপি স্বেচ্ছাসেবক টিম,  রেড ক্রিসেন্ট স্কাউট, আইনশৃঙ্খলা  বাহিনী সহ সংশ্লিষ্টদের।  কক্সবাজার  টুরিস্ট  পুলিশের  অতিরিক্ত  পুলিশ  সুপার  মোল্লা মোহাম্মদ  শাহীন বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল।  এ অবস্থায়  সাগরে গোসল করতে নামা নিরাপদ নয।

কক্সবাজার  জেলা প্রশাসক  মোহাম্মদ  শাহীন ইমরান বলেন, ঘূর্ণিঝড়  মোখার প্রভাবে সম্ভাব্য দূর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি ।  আমাদের উপকুলে থাকা সাইক্লোন শেল্টারে সোয়া পাচঁ লক্ষ   লোকের ধারন ক্ষমতা রয়েছে ।   যে কোন দূর্যোগে নিজের  অবস্হান হতে সবাই এগিয়ে এলে সেটি  মোকাবিলা করা সহজ হবে বলে জানিয়েছেন  কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান ।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas