বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

শেরপুরের ঝিনাইগাতীতে নদীর পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে । শুক্রবার(১২ মে) বেলা আড়াইটার সময় ওই দুই শিশুর মরদেহ উদ্বার করে এলাকাবাসী ঝিনাইগাতী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের উভয়কে মৃত ঘোষণা করেন ।

এরা হলো ঝিনাইগাতী থানা মসজিদের ইমাম মুফতি আব্দুর রাজ্জাকের মেয়ে লাবিবা(১০) ও ঝিনাইগাতী মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মসজিদের মোয়াজ্জিন নূরল ইসলামের ছেলে মহিবুল্লাহ (৮)। পারিবারিক সূত্রে জানা গেছে ব্রিজপাড় নিবাসী আলহাজ্ব আব্দুল্লাহ আলী নানার বাড়িতে বেড়াতে আসে দুই শিশু ।

খালাতো ভাই বোন সকাল ১০টায় বাড়ি থেকে বেড় হয়ে নিখোঁজ হয়ে যায় । পরিবার থেকে অনেক খোজাঁখুজি করে তাদের দুইজনকে পাওয়া যায়নি । আজ জুম্মা নামাজ শেষে আশপাশের এলাকাবাসী তাদেরকে নদীর পানিতে ভাঁসতে দেখে চিৎকার করে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারমৃত ঘোষনা করেন । দুই খালাতো ভাই বোনের আকস্মিক মৃত্যুতে এলাকায় ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas