রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

রাজনগরে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ী আটক

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

মৌলভীবাজারের রাজনগরে  ‘‘জুয়া খেলার আসর থেকে জুয়া. খেলার জন্য ব্যবহারকৃত. সকল ধরণের  সরঞ্জাম ও সাথে রাখা  নগদ’’ টাকাসহ ৭ জন জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মে) রাত ৪টার দিকে গোপন সুত্রে খবর পেয়ে এসআই মোহাম্মদ আজিজুল গাফফার ও এসআই সওকত মাসুদ ভূইয়া অভিযান চালিয়ে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের খেয়াঘাট বাজারের বিলবাড়ি গ্রামের বোরহান উদ্দিনের ফার্নিচারের দোকানে জুয়া খেলার আসর থেকে ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন। এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০৯০ টাকা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত জুয়াড়ীরা হলেন,  লিখন মিয়া (৩০), কাইয়ুম উদ্দিন,(৫০), আব্দুল হক (৪০), রমিজ মিয়া(৪৫), বোরহান উদ্দিন (৪৭), আরফিন আলী(৩৭) ও আবুল হোসেন (৩০)।

আটককৃত জুয়াড়ীদের বিরুদ্ধে শুক্রবার সকালে রাজনগর থানায় জুয়া খেলা আইনে মামলা দায়ের করে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas