রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার, কালই নামছেন মাঠে

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

নিষেধাজ্ঞা চলাকালেই পিএসজির অনুশীলনে যোগ দেন লিওনেল মেসি। তখনই গুঞ্জন শুরু হয়, আর্জেন্টাইন সুপারস্টারের শাস্তি শিথিল করছে লা প্যারিসিয়ানরা। গুঞ্জন সত্যি হলো, মেসির নিষেধাজ্ঞা শুধু কমায়ইনি পিএসজি, পুরোপুরি প্রত্যাহার করে দিয়েছে। খবরটি জানিয়ে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে বলেন, পিএসজির পরের ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন মেসি। ক্লাব কর্তাদের অনুমতি না নিয়ে সৌদি আরব সফর করেন লিওনেল মেসি। যে কারণে আর্জেন্টাইন সুপারস্টারকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল পিএসজি। এই ঘটনায় ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন মেসি। তখন থেকেই পিএসজি কর্তাদের মন গলতে শুরু করে। গত সোমবার নিষেধাজ্ঞা চলাকালেই ক্লাবের অনুশীলনে যোগ দেন মেসি। আগামীকাল রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে আজাক্সিওর মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচ থেকেই খেলতে পারবেন মেসি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ে বলেন, ‘আগামীকাল থেকেই মাঠে নামবে লিও মেসি। অনুশীলনে খুব ভালো ছন্দ দেখিয়েছে সে। তার মনোভাব নিখুঁত ছিল।’

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas