রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

দেশের প্রেক্ষাগৃহে ‘পাঠান’

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

অবশেষে আজ ১২মে  শুক্রবার দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউডের আলোচিত সিনেমা ‘পাঠান’। তার মধ্য দিয়ে আট বছর পর বাংলাদেশে মুক্তি পাচ্ছে কোনো হিন্দি সিনেমা।

ভারতে মুক্তির চার মাস পর বাংলাদেশে মুক্তি পাচ্ছে এ সিনেমাটি। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় স্পাই থ্রিলার সিনেমাটি আমদানি করেছে ঢাকার পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। এই  প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক অনন্য মামুন বলেন, দেশের ৪১টি সিনেমা হলে প্রথম সপ্তাহে পাঠান–এর ২০৬টি শো রয়েছে।

গত ২০১৫ সালের ২৩ জানুয়ারি ঢাকার সিনেমা হলে সালমান খানের ‘ওয়ান্টেড’ মুক্তির পর হিন্দি সিনেমার প্রদর্শন বন্ধে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছিলেন শিল্পী ও নির্মাতারা। সেই আন্দোলনের পর দেশের সিনেমা হলে আর কোনো হিন্দি চলচ্চিত্র মুক্তি পায়নি।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas