বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়া উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালী কলাপাড়া উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া পৌরসভার নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে শুক্রবার বিকাল ৪ টায় এ সভা অনুষ্টিত হয়। উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন শিকদারের সভাপতিত্বে উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ হাসান মামুন, পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, নির্বাহী সদস্য এ্যাড. মজিবুর রহমান টোটন, জাফরজ্জামান খোকন, মোশতাক আহমেদ পিনু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসাফুল রহমান বিপ্লব, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, বশির উদ্দিন মৃধা। কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল রহমান ফরাজী, মহিপুর থানা বিএনপির সভাপতি মোঃ জলিল হাওলাদার, খন্দকার নাসির উদ্দিন, মোঃ জাহাঙ্গীর তালুকদার, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ। এসময় স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের নেতাকর্মী। সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং উপজেলার ১২টি ইউনিয়ন ও দু’টি পৌরসভা এবং রাঙ্গাবালী ৫টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বাস শফিকুর রহমান টুলু। প্রধান অতিথি কেন্দ্রীয় প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ এ বি এম মোশাররফ হোসেন  বলেন, কলাপাড়া উপজেলায় সুন্দর একটি কমিটি গঠিত হয়েছে। সবাইকে একত্রিত হয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সামনে দিকে প্রত্যেকটি আন্দোলনকে সফল করতে নেতা কর্মীকে এক সঙ্গে থাকতে হবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas