বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৩৬ পূর্বাহ্ন
চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী রবিবারের (১৪ মে) এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শুক্রবার (১২ মে) সন্ধ্যায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, অন্যান্য বোর্ডের পরীক্ষা আগের সূচিতেই হবে। স্থগিত হওয়া পাঁচ বোর্ডের রবিবারের পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে।