রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

মস্কো-অধিভুক্ত ক্রিমিয়ায় শুক্রবার (১২ মে) মহড়া চলাকালে একটি রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর দুই পাইলট নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে ওই দুর্ঘটনা ঘটেছে। বিবৃতিতে আরো বলা হয়, শুক্রবার ক্রিমিয়ার জানকোই জেলায় নির্ধারিত ফ্লাইট মহড়া চলাকালে একটি এমআই-২৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটের মৃত্যু হয়েছে। তবে হেলিকপ্টারটিতে গোলাবারুদ ছিল না বলে ভূপাতিত হওয়ার পর কোনো বিস্ফোরণ ঘটেনি। বিবৃতিতে আরো বলা হয়, এমআই-২৮ একটি মাল্টি-টাস্ক মিলিটারি হেলিকপ্টার, যেটি ধ্বংসাত্মক হামলা চালাতে সক্ষম।রাশিয়া ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে সংযুক্ত করে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য কৃষ্ণ সাগরের উপকূলবর্তী দ্বীপটিকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার শুরু করে। রাশিয়া বলেছে, তারা সাম্প্রতিক দিনগুলোতে ক্রিমিয়ায় বেশ কয়েকটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। ২০২২ সালের আগস্টে জ্যানকোই সামরিক ঘাঁটির একটি যুদ্ধাস্ত্র ডিপোতে বিস্ফোরণের ঘটে। রাশিয়া ওই সময় ওই বিস্ফোরণের পেছনের কারণ নাশকতা বলে দাবি করে।গত মার্চে ইউক্রেন জানায়, সেখানে এক বিস্ফোরণে রুশ ক্ষেপণাস্ত্র ক্রুজ কালিবরকে ধ্বংস করেছে। তবে মস্কো ওই দাবি অস্বীকার করেছে।

সূত্র : ব্যারনস

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas