রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:২০ অপরাহ্ন
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষার কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৪ এবং ১৫ মের অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বাকি বোর্ডগুলোর ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া এসব পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও জানিয়েছে কমিটি। শনিবার (১৩ মে) দুপুরের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় ৫ বোর্ডে ১৪ মের (বরিবার) পরীক্ষা স্থগিতের কথা জানায় বোর্ড সমন্বয় কমিটি। বোর্ডগুলো হলো, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি বোর্ড। তবে সেটি সংশোধন করে এখন নতুন সিদ্ধান্তের কথা জানাল আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অর্থাৎ নতুন করে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষাও স্থগিত হলো। ওইদিন আরেক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী রবিবারের সব পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়।