রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

১০ বছরের বেতনেরও বেশি টিকটকে পেয়ে চাকরি ছাড়লেন শিক্ষিকা

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

১০ বছর স্কুলে শিক্ষকতা করে যে আয় করেছেন তার চেয়েও বেশি আয় তিনি করেছেন টিকটকে মাত্র একটি ভিডিও দিয়েই। এর পরপরই চাকরি ছেড়ে দিয়েছেন হুয়াং নামের ওই শিক্ষিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চীনের হুবেই প্রদেশে।

হুয়াং ছড়া শেখানোর একটি ভিডিও টিকটকে ছাড়লে সেটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। শিক্ষার্থীদের ছড়া শেখানোর সময় ধারণকৃত ওই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচিত হয়। হুয়াং সুরের তালে তালে ছড়া শেখানোর ভিডিওটির ভিউ ১০ কোটি ছাড়িয়ে গেছে। মাত্র একটি ভিডিওর কল্যাণেই টিকটকে তার লাখ লাখ অনুসারী জুটিয়ে ফেলেন তিনি।

চলতি মে মাসে হুয়াং তার টিকটক অনুসারীদের অনুরোধে প্রথমবারের মতো ছড়ার লাইভস্ট্রিম শুরু করেন। আর প্রতিটি সেশন থেকে তার ঝুলিতে জমা পড়ে প্রায় ৫ লাখ ইউয়ান।

স্বভাবতই এই ঘটনায় দারুণ উচ্ছ্বসিত হুয়াং। অনুভূতি প্রকাশ করতে গিয়ে বললেন, তিনি দারুণ খুশি। টিকটকে মাত্র একটি ভিডিও দিয়েই ১০ বছরের বেতনের চেয়েও বেশি আয় করেছেন তিনি। এজন্য সবার প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেছেন তিনি।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas