রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। আজ শনিবার সকালে উপজেলার উজানচর ইউনিয়নের জেলে জাহাঙ্গীর হালদারের জালে মাছটি ধরা পড়ে। জেলে জাহাঙ্গীর হালদার বলেন, শুক্রবার রাতে পদ্মা নদীতে জাল ফেলে অপেক্ষা করি। সকালের দিকে জালটি টেনে তুলতে দেখতে পাই বড় একটি ইলিশ মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৩ হাজার ৬০০শ প্রতি কেজি দরে সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে বিক্রি করেছি। এতো বড় একটি ইলিশ মাছ জালে ধরা পড়ার কারনে ও বেশী টাকা বিক্রি করতে পেরে আমি আনন্দিত।
দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে বড় ইলিশ মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩ হাজার ৬০০শ টাকা কেজি দরে মোট ৯ হাজার টাকায় কিনে আমার দোকানে নিয়ে আসি। পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর নিকট ৩ হাজার ৮৫০ টাকা প্রতি কেজি দরে মোট ৯ হাজার ৬৫০ টাকায় বিক্রি করেছি।
গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) শাহরিয়ার জামান সাবু বলেন, পদ্মার পানি কমে যাওয়ায় এবং ডুবোচর জেগে ওঠায় এখন বড় কোনো মাছের দেখা মিলছে না বললেই চলে। পানির গভীরতা না থাকায় এবং নদী ভরাট হয়ে যাওয়ায় ইলিশ ধরা পড়ছে না। আজ অনেক দিন পর এত বড় ইলিশ ধরা পড়া অবশ্যই জেলেদের মধ্যে আনন্দ কাজ করছে। তবে পদ্মা নদীর পানির গভীরতা থাকলে মাঝেমধ্যে বড় বড় ইলিশের দেখা মিলবে বলে মনে করেন তিনি।