বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:১৪ পূর্বাহ্ন
কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারনে নিরাপদ আশ্রয়ের জন্য চট্রগ্রাম থেকে মোংলা বন্দরে এসেছে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের ছয়টি যুদ্ধজাহাজ। বৃহস্পতিবার ও শুক্রবার (১১-১২ মে) ধাপে ধাপে জাহাজগুলো মোংলা বন্দরে আসে। নিরাপদে আশ্রয় নিতে আসা নৌবাহিনীর জাহাজগুলো হলো ‘বিএনএস বঙ্গবন্ধু’, ‘বিএনএস প্রত্যাশা’, ‘বিএনএস প্রত্যয়’ ও ‘বিএনএস স্বাধীনতা’।এদিকে নিরাপদ আশ্রয়ের জন্য চট্রগ্রাম কোস্টগার্ড বার্থ থেকে মোংলা বন্দরে এসেছে দুটি জাহাজ। কোস্টগার্ডের জাহাজ দুটি হল- ‘বিসিজিএস তাজউদ্দিন’ ও ‘বিসিজিএস সৈয়দ নজরুল’। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এসব জাহাজ বন্দরের জেটিতে নিরাপদে নোঙর করেছে। দুর্যোগ কেটে গেলে পুনরায় গন্তব্যে ফিরে যাবে।