রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৫৮ অপরাহ্ন
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানিতে আজ তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। গত ম্যাচে আঙ্গুলে চোট পাওয়া সাকিবকে বাদ রেখেই মাঠে নামবে টাইগাররা। ইংল্যান্ডের চেমসফোর্ডে বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় শুরু হবে সিরিজের শেষ ম্যাচটি।সিরিজের প্রথম ওয়ানডেটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে টাইগাররা। হ্যারি টেক্টরের ১৪০ রানে বাংলাদেশকে ৪৫ ওভারে ৩২০ রানের কঠিন টার্গেট দেয় আইরিশরা। রান তাড়ায় শুরুটা ভাল না হলেও নাজমুল শান্তর দুরন্ত সেঞ্চুরি ও তৌহিদ হৃদয়ের ৬৮ রানের অনবদ্য ইনিংসে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ওয়ানডেতে শান্ত প্রথম সেঞ্চুরি নিয়ে ৯৩ বলে ১১৭ করে আউট হন। তার বিদায়ের পর দলের হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার অপরাজিত ৩৬ রানে জয় তুলে নেয় বাংলাদেশ। সিরিজে ১-০’তে এগিয়ে যায় বাংলাদেশ। এ ম্যাচে ফিল্ডিং করার সময় সাকিব একটি ক্যাচ নিতে গিয়ে তার ডান তর্জনির ডগায় চোট পান। এক্স-রে’তে সেখানে চোট ধরা পড়েছে। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, এই ধরনের চোট সারতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ে আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠেছে বাংলাদেশ।