বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

ঘরের ছাদ ভেঙে ঢুকে পড়লো উল্কাপিণ্ড

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

হঠাৎ করেই মহাকাশ থেকে ধেয়ে আসা রহস্যময় এক বস্তু আছড়ে পড়লো ঘরের ছাদে। শুধু তাই নয়, ছাদ ভেঙে সেটি ঢুকে পড়লো ঘরের ভেতর। আচমকা এই ঘটনায় হতবিহ্বল ঘরের লোকজন।

রহস্যময় বস্তুটিকে কাছ থেকে দেখার পর তারা অনুমান করলেন, উল্কাপিন্ড সেটি। মহাকাশ থেকে পাওয়া উপহার হিসেবেই সেটিকে বরণ করে নিলেন তারা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সির হোপওয়েল শহরের একটি বাড়িতে। অবশ্য এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী বাড়ির লোকজন জানান, ছাদ ভেদ করে ঘরের ভেতর পড়তেই আপাতদৃষ্টিতে সাধারণ পাথরের মতো দেখতে বস্তুটিকে ছুঁয়ে দেখেন তারা। এর পরপরই তারা বুঝতে পারেন, সাধারণ কোনো পাথর সেটা নয়। কারণ তখনও গরম হয়ে ছিলো সেটা। শুরুতে তাদের মনে প্রশ্ন জাগে, কোথা থেকে এলো ধাতব বস্তুটি? পরক্ষণেই ধাতব বস্তুটিকে উল্কাপিণ্ড মনে হয় তাদের কাছে। আয়তাকার বস্তুটি দেখতে অনেকটা ধাতব পদার্থের মতো বলেও জানান তারা।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas