রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৬ পূর্বাহ্ন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সরকারি সফরে রোববার সকালে বার্লিনে গেছেন। তিনি পোপ ফ্রান্সিস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকের পর রোম থেকে জার্মানি যান। খবর হুরিয়াতের। জেলেনস্কি সেখানে অস্ত্র, শক্তিশালী গোলাবরুদের প্যাকেজ, বিমান প্রতিরক্ষা, পুনর্গঠন এবং সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোতে যোগদানের বিষয় নিয়ে আলোচনা করবেন।
জার্মান সরকার শনিবার ঘোষণা করেছে, ইউক্রেনের জন্য তারা প্রায় ৩ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এসব প্যাকেজে ৩০টি লেপার্ড-১ ট্যাংক, সাঁজোয়া যান, ড্রোন, বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকবে বলে মনে করা হচ্ছে।
জেলেনস্কি জার্মানির পশ্চিমাঞ্চলীয় নগরী আচেন যেতে পারেন। সেখানে এই বছর ইউরোপীয় ঐক্য গড়ে তোলার প্রচেষ্টার জন্য তাকে ও ইউক্রেনীয় জনগণকে সম্মানসূচক শার্লেমেন পুরস্কারে ভূষিত করছে।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকির আচেনের অনুষ্ঠানে যোগ দানের কথা রয়েছে।