রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ অপরাহ্ন
সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করবে আইরিশরা। এ ম্যাচে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে ব্যাটার রনি তালুকদার ও পেসার মৃতুঞ্জয় চৌধুরীর।
আগের ম্যাচে বাজের বোলিং করায় বাদ পড়েছেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। আর চোটের কারণে নেই সাকিব আল হাসানও। প্রথম দুই ম্যাচে বাইরে থাকার পর এই ম্যাচে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মৃত্যুঞ্জয় চৌধুরী, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ক্রেইগ ইয়াং, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার