বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শুরু হওয়া এ সম্মেলনে অধ্যাপক জাকির হোসেন তালুকদারকে পুনরায় সভাপতি ও মাহমুদুর রহমান ফারুককে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ঝন্টু।
এ উপলক্ষে রায়গঞ্জ পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হলরুমে উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক জাকির হোসেন তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফারুকের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়। দুপুর আড়াইটার দিকে প্রধান অতিথি উপস্থিত নেতৃবৃন্দ ও কাউন্সিলরবৃন্দের সরাসরি কণ্ঠভোটে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন।