বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

শিরোপা থেকে এক জয় দূরে ম্যানসিটি

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

অঘটনের শিকার হয়েছে আর্সেনাল। নিজেদের মাঠে হেরে গেছে তারা ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নের কাছে। তা আবার ৩-০ ব্যবধানে। অবিশ্বাস্য এ হারে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের লড়াইয়ে বড় এক ধাক্কাই খেল গানাররা।

ছয়ে থাকা ব্রাইটনের কাছে হেরে শিরোপা জয়ের দৌড় থেকে বলতে গেলে একরকম ছিটকেই গেল আর্সেনাল। ম্যানচেস্টার সিটি থেকে এখন চার পয়েন্টে পিছিয়ে তারা। নিজেদের পরের ম্যাচ জিতলেই লিগ শিরোপা জিতে যাবে কোচ পেপ গার্দিওলার দল।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas