রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

পাঁচ দিনের জন্য ইলিশ শিকারে সাগরে জেলারা

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

আগামী ২০মে গভীর রাত থেকে শুরু হচ্ছে ৬৫ দিনের অবরোধ। থাকবে ২৩ জুলাই পর্যন্ত। পাঁচ দিন মাছ ধরার সুযোগ পাচ্ছে উপকূলের জেলেরা। মৎস্য বন্দর ঘুরে দেখা গেছে, সোমবার সকালে খাপড়াভাঙ্গা নদীতে নিরাপদে আশ্রয় থাকা বেশ কিছু  ট্রলার গভীর সমুদ্রে চলে গেছে। কিছু ট্রলার আজ সন্ধ্যার মধ্যে গভীর সমুদ্রে যাবার প্রস্তুতি নিচ্ছে। কোন ট্রলার জ্বালানি তেল নিচ্ছে। বরফ কলের ঘাটে বরফ তুলছে কিছু ট্রলার। অনেক ট্রলারের ছেলেরা বাজার করছে। আবার কিছু সংখ্যক জেলেরা পুরনো জাল বুনছেন। অর্থাৎ সমুদ্রের মাছ শিকার করতে যাওয়ার জন্য জেলেরা প্রস্তুতি নিচ্ছেন।
জেলেরা জানিয়েছেন, আজ (১৫ মে) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকালের মধ্যে ট্রলারগুলো সমুদ্রে মাছ শিকার করতে নামবে। ২০ মে সন্ধ্যার মধ্যে ট্রলারগুলো সমুদ্র থেকে ঘাটে ফিরে আসবে। মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সভাপতি মো: দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, জেলরা এখন হতাসায় একদিকে ঘূর্ণিঝড় মোখার ধাক্কা তারপর আবার ৬৫ দিনের অবরোধ বাকী মাত্র ৫ দিন,  সাগরে মাছ যে  পাবে তার নেই কোন নিশ্চয়তা। তরপরও মঙ্গলবার দুপুরের মধ্যে আলীপুর -মহিপুর আড়ৎ ঘাটের সব জেলের সাগরে চলে যাবে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেছেন, আজ সকালে কিছু ট্রলার সমুদ্রে গেছে। অধিকাংশ ট্রলার আগামীকাল সকালের মধ্যে সমুদ্রে যাবে। তবে এ অঞ্চলের জেলেরা অবরোধ পালনের বিষয় খুবই সচেতন। আশা করছি তারা ২০ তারিখের মধ্যে ফিরে আসবে। বর্তমানে সমুদ্র ইলিশ শিকারের জন্য উপযোগী।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas