বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

গ্যাস নিয়ে মোংলা বন্দরে দু’টি বিদেশি জাহাজ

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

দূর্যোগ কেটে যাওয়ায় অবশেষে গ্যাস নিয়ে মোংলা বন্দরে প্রবেশ করেছে গ্যাসবাহী বিদেশি দুটি জাহাজ। সোমবার (১৫ মে) সকাল ৯ টায় জাহাজ দুটি বন্দরে প্রবেশ করে। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ এই তথ্য নিশ্চিত করেন।

তিন বলেন, এর আগে ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে মোংলা বন্দরে চার নম্বর হুশিয়ারি সতর্ক সংকেত জারি হওয়ায় জাহাজ দুটি ঢুকতে পারেনি। ঝুঁকি এড়াতে বন্দর এলাকার বাইরে হিরণ পয়েন্টে অবস্থান করছিলো। কিন্তু এখন দূর্যোগ কেটে যাওয়ায় আবহাওয়া অফিস থেকে সব সংকেত তুলে নিয়েছে। এতে কোন ঝুঁকি নাই। ফলে ভিয়েতনাম পতাকাবাহী ‘ওশানস -৯’ ও মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ‘ইকো গ্যালাক্সী’ বন্দরে প্রবেশ করে আমদানি করা গ্যাস খালাস করে।

ওশানস-৯ জাহাজটি বন্দর এলাকায় যমুনা এলপিজিতে এবং ইকো গ্যালাক্সী জাহাজের গ্যাস পেট্রোম্যাক্স এলপিজিতে গ্যাস খালাস করছে। জাহাজ দুটি মঙ্গলবার (১৬ মে) সকালে মোংলা বন্দর ত্যাগ করবে বলেও জানান তিনি।

এছাড়া বন্দরে অবস্থানরত অন্য জাহাজের পণ্য ওঠা-নামার কাজও স্বাভাবিকভাবে চলছে। নিরাপদ আশ্রয়ে থাকা নৌ বাহিনী ও কোস্টগার্ডের চারটি যুদ্ধ জাহাজও জেটি ত্যাগ করে তাদের গন্তব্যে ফিরে গেছে বলেও এই কর্মকর্তা জানান।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas