রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:১১ অপরাহ্ন
পটুয়াখালী কলাপাড়ার ওপর দিয়ে সোমবার রাতে কালবৈশাখী ঝড়ের তান্ডব বয়ে গেছে। রাত আনুমানিক সাড়ে নয়টার এ তান্ডবে ঘরের ওপর গাছ চাপায় ৭০ বছর বয়সী জয়নব বিবি মারা গেছেন। তার বাড়ি কাছিমখালী গ্রামে। চেয়ারম্যান মজিবর রহমান হাওলাদার এ খবর নিশ্চিত করেছেন। তার ইউনিয়নে কয়েকটি বসতঘর আংশিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান। কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ঝড়ে গাছ চাপায় একজনের মৃত্যুর ঘটনাসহ কিছু ঘরবাড়ির ক্ষতির খবর শুনেছেন। বিস্তারিত জানতে খবর নিচ্ছেন। কলাপাড়ার ইউএনও মো: জাহাঙ্গীর হোসেন জানান, সকল ইউনিয়নের চেয়ারম্যানদের ঝড়ে ক্ষয়ক্ষতির তথ্য দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।