রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় শ্বশুর বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালীর কলাপাড়ায় শ্বশুর বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা এক যুবকের মৃত্যু হয়েছে।কলাপাড়া কুয়াকাটা মহা সড়কে থামিয়ে রাখা লোবেটের সাথে যাত্রী বোঝাই অটোরিকশার ধাক্কা লেগে বাবলু মৃধা (২৭) নামে এ যুবকের মৃত্যু হয়। এসময় আহত হয়েছেন চিনময় নামে আরো এক স্কুল শিক্ষক। তারও একটি হাত ভেঙ্গে গেছে। মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবলু ঝালকাঠি জেলার রাজাপুর থানার চারাখালি গ্রামের মৃত আছমত আলীর ছেলে। স্থানীয়রা জানান, একটি অটো রিক্সা করে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক দিয়ে নীলগঞ্জ দক্ষিণ দৌলতপুর শশুর বাড়িতে যাচ্ছিলেন বাবলু। এসময় একটি পরিবহনকে পাশ কাটাতে গেলে সড়কের পাশে লাইট বন্ধ করে থামিয়ে রাখা লোবেটের সাথে ধাক্কা লাগে যাত্রি বোঝাই অটো রিক্সাটির। এতে অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করে। কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য লোবেট চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas