Sujan Mridha
- ১৭ মে, ২০২৩ / ১৬৪ বার

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>
৪২ বছর আগে আজকের এই দিনে দেশে ফেরেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে তাঁর দেশে ফেরার এই দিনটিতে (১৯৮১ সালের ১৭ মে) লাখো মানুষ তাঁকে স্বাগত জানান। এর পর থেকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে আসছে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনগুলো।
তারই ধারাবাহিকতায় মহিপুর থানা যুবলীগের উদ্যোগে এ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ই মে বুধবার আসর নামাজ বাদ মহিপুর থানা যুবলীগের আয়োজনে যুবলীগ স্হায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট’র সভাপতিত্বে, মাসুদ মোল্লার সঞ্চালনায় উক্ত সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফেরদাউস হাং, যুগ্ন সাধারন সম্পাদক মনির হাং, ডালবুগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফোরকান আকন সহ সকল ইউনিয়ন ও পৌরসভার অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।