রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:১৯ অপরাহ্ন
কলাপাড়ার কন্ঠ।। ঈদে জ্বীন ছবি নিয়ে আসছে দেশের প্রথম সারির চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। ছবিটি একা বসে হলে দেখতে পারলে এক লক্ষ টাকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে জাজ। এর পরিপ্রেক্ষিতে ৬৮ হাজার দর্শক ছবিটি একা বসে দেখার আগ্রহ প্রকাশ করেন। দর্শকের কাছ থেকে এমন বিপুল সাড়া পেয়ে একদিকে অভিভূত, অন্যদিকে কিছুটা হতবিহ্বল জাজ। কারণ এত বিপুল সংখ্যক দর্শককে একা হলে ছবি দেখানো অসম্ভব। এর পরিপ্রেক্ষিতে ফেসবুক পোস্ট দিয়েছে জাজ। ফেইসবুক পোস্টে বলা হয়েছে, আপনারা জানেন জাজ ঘোষণা দিয়েছে, একা একটি হলে বসে জ্বীন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে। সেই পোস্টের নিচে ৬৮ হাজার জন একা জ্বীন দেখার আগ্রহ প্রকাশ করেছেন। একা একটি হলে একজন করে দেখালে এতজনকে দেখানো সম্ভব নয়। তাই আমরা নিন্মের প্রক্রিয়ার মাধ্যমে যেতে বাধ্য হচ্ছি। আপনি যদি সাহসী হন তাহলে নিচের ফর্ম পূরণ করুন করে সাবমিট করুন আর গ্রহণ করুন ১ লক্ষ টাকা জেতার সুবর্ণ সুযোগ।
বি: দ্র:
১। দুর্বল চিত্তের কারও দেখা নিষেধ।
২। হার্টে রিং পরা এবং গর্ভবতী নারীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
৩। সিনেমা দেখার সময় কোনো দুর্ঘটনা হলে জাজ এবং হল কর্তৃপক্ষ দায়ী নয়।
৪। সম্পূর্ণ সিনেমা না দেখতে পারলে আপনাকে হলের এবং এম্বুলেন্সের ভাড়া দিতে হবে।
৫। আপনি অসুস্থ হয়ে পড়লে এম্বুলেন্স আপনাকে নিকটস্থ কোনো হাসাপাতালে নিয়ে যাবে। কিন্তু চিকিৎসার খরচ নিজেকেই বহন করতে হবে। ফর্ম পূরণ লিংক: http://surl.li/ginjy
এছাড়া জাজের আরেকটি ফেসবুক পোস্টে লেখা হয়েছে, জীনের ১ লক্ষ টাকার চ্যালেঞ্জে অনেকেই অংশগ্রহণে আগ্রহী হয়েছে। সবার জন্য রইলো ধন্যবাদ ও শুভ কামনা। যারা অনলাইনে আবেদন করেছেন তাদের অনেকেই ঢাকার বাইরে যেমন কেউ সিলেট, কেউ দিনাজপুর, কেউ চট্টগ্রাম আবার কেউবা দেশের অন্য প্রান্তে থাকেন। তাদের কথা হলো, তাদের আসা-যাওয়ার ভাড়া কে দিবে? তারা থাকবে কোথায়? জাজ ঘোষণা করছে, ঢাকার বাহির থেকে বাস বা ট্রেনে আসা যাওয়ার (বিমানের নয়) ভাড়া দেয়া হবে। থাকার ব্যবস্থা নিজের করতে হবে। তবে জাজ থাকা-খাওয়া বাবদ তিন হাজার (৩০০০) টাকা দিবে (জন প্রতি)। ফর্ম পূরণ লিংক: http://surl.li/ginjy