রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

টাইটানিক জাহাজের নতুন থ্রিডি ভিডিও নিয়ে তোলপাড়

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

১১১ বছর আগে সেই ১৯১২ সালে ডুবে যাওয়ার পর থেকে এখন অবধি সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ১২ হাজার ফুট নিচে সাগরের তলদেশে পড়ে রয়েছে তৎকালীন সময়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী বৃহত্তম জাহাজ টাইটানিক।

ডুবে যাওয়ার সুদীর্ঘ ৭৩ বছর পর ১৯৮৫ সালে সমুদ্রের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। তখন টাইটানিক নিয়ে মানুষ আরও বেশি কৌতূহলী হয়ে ওঠেন। এছাড়া ১৯৯৭ সালে অস্কারজয়ী বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেরন টাইটানিক ছবি নির্মাণের পর বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত হয় টাইটানিক জাহাজ।

সম্প্রতি সাগরের তলদেশে পড়ে থাকা বিশ্ববিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের নতুন একটি ত্রিমাত্রিক ভিডিও প্রকাশ করা হয়েছে। নতুন এই ভিডিওতে টাইটানিক জাহাজের যেমন পুঙ্খানুপুঙ্খ ও স্পষ্ট চিত্র তুলে ধরা হয়েছে এমনটা আগে কখনোই প্রত্যক্ষ করেননি বিশ্ববাসী। ভিডিও প্রকাশের পরপরই রীতিমতো তোলপাড় উঠেছে নেট দুনিয়ায়।

নতুন ত্রিডি ভিডিওতে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়গুলো উঠে এসেছে। এতে স্পষ্টভাবে দেখা গেছে, কীভাবে টাইটানিক জাহাজ দুই খণ্ড হয়ে সাগরতলে পড়ে আছে। ধ্বংসাবশেষের বিভিন্ন জিনিসের মধ্যে মদের বোতল এমনকি জুতা পর্যন্ত দেখা গেছে।

শুধু তাই নয়, জাহাজের বো, স্টার্ন এমনকি প্রপেলার নম্বর পর্যন্ত ধরা পড়েছে। সবমিলিয়ে ভিডিওটিতে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পূর্ণাঙ্গ চিত্র অত্যন্ত স্পষ্টভাবে উঠে এসেছে যা দেখে যে কেউ স্পষ্ট ধারণা পাবেন।

উল্লেখ্য, ১৯১২ সালে সাউদাম্পটন থেকে নিউইয়র্কে যাওয়ার পথে বিশাল বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল টাইটানিক জাহাজ। স্মরণকালের ভয়াবহ ওই নৌদুর্ঘটনায় অন্তত দেড় হাজার যাত্রী মৃত্যুবরণ করেন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas