রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা পর্যায়ের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে ইসমাইল তালুকদার টেকনিক্যাল এন্ড বিএম কলেযজ মিলনায়তনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকলেছুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান সহ বিভিন্ন ইভেন্ট পরিচালনাকারী কর্মকর্তাবৃন্দ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোকলেছুর রহমান বলেন, প্রতিবছরের মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক এবং শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করার লক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।