বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ন
সমাজ সেবক, শিল্পপতি এফ এ আর গ্রুপের চেয়ারম্যান এবং কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের ফারুক এর পক্ষথেকে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের গরীব, অসহায় ৫০টি পরিবারের মধ্যে গরু বিতরণ করা হয়েছে। শুক্রবার ১৯ মে সকাল দশটায় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় প্রতিষ্ঠিত কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার মাঠে গরু বিতরণকালে উপস্থিত ছিলেন শিল্পপতির ছোট ভাই বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুল মাবুদ মাসুম।
ব্যারিস্টার আব্দুল মাবুদ মাসুম জানান, ১৯৯০ সাল থেকে তারা বিভিন্ন অসহায় পরিবারের সদস্যদের সহযোগিতা করে আসছেন। তবে আজকের এই ৫০টি পরিবারের মধ্যে গরু বিতরণ কর্মসূচি ছিলো তার মমতাময়ী মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে। এছাড়াও আজকে জুমার নামাজের শেষে ১০০টি মসজিদে মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।
অসহায় পরিবারের মধ্যে গরু বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন কাসেমুল উলূম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ সালাউদ্দিন খান। এসময় উপস্থিত ছিলেন ধুলখোলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন মাতুব্বর, সরকারি হিজলা কলেজের প্রফেসর মোঃ মিজান ঢালী সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।