রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

মহিপুরে দুর্যোগ সচেতনতা মূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া >>

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে ঘূর্ণিঝড় সতর্কীকরণ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস জাপান মোফা ডি আরআর প্রজেক্ট কলাপাড়া এর আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে গুডনেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্ট কলাপাড়া প্রোগাম ম্যানেজার রাজিব বিশ্বাসের সঞ্চালনায় মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রজেক্ট কো-অর্ডিনেটর গুড নেইবারস জাপান মোফা ডিআরআর  কলাপাড়া দীপক কুমার দাস,সহকারী পরিচালক- সিপিপি কলাপাড়া জনাব আসাদুজ্জামান খান, সিপিপি উপজেলা টিম লিডার মোঃ মোতালেব ফকির,মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম,মহিপুর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন,থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেট,মহিপুর সদর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হাওলাদার, জামাল হোসেন  প্রমূখ।
উপকুলীয় এলাকায়  দুর্যোগ প্রবণ সময় জনগণকে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোসহ দুর্যোগ পূর্বে, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যাক্তি পরিবার ও সামাজিক প্রস্তুতি সহ জান মালের ক্ষতি কমিয়ে আনার জন্য এ মহড়ার আয়োজন করা হয়।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas