বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৫১ পূর্বাহ্ন
রাজবাড়ীর পাংশায় বর্ণিল আয়োজনে বাংলা নর্ববর্ষ ১৪৩০ পহেলা বৈশাখ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে উপজেলা সড়ক হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরার্জীণ সাম্প্রীতির হাত ধরি” প্রতিপাদ্যকে ধারণ করে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্য, সংগীত, আবৃত্তির মধ্য দিয়ে বর্ষবরণ পালিত হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের শিল্পী, শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের শিল্পীগন মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ মাসুদুর রহমান রুবেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।