রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ অপরাহ্ন
মেজবাহউদ্দিন মাননু৷ কলাপাড়া >>
ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে কলাপাড়া উপজেলা ভূমি অফিস আয়োজিত সংবাদ সম্মেলন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির প্রতিবাদ সভায় পরিণত হলো। উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সোমবার এ সংবাদ সম্মেলন করেন। তিনি স্মার্ট ভূমি সেবা সম্পর্কিত বিষয় তুলে ধরেন। এসময় উপস্থিত গণমাধ্যমসহ ভুক্তভোগীরা কলাপাড়া ভূমি অফিসের সীমাহীন দুর্নীতি আর অনিয়ম তুলে ধরেন।
কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর তোফায়েল আহম্মেদ জানান, তার একটি সামান্য কাজ করানোর জন্য অফিসটিতে মাসের পর মাস ঘুরেছেন। অফিসের কর্মচারী-কর্মকর্তারা কাজ সম্পাদন তো দুরের কথা, তার সঙ্গে অসদাচরণ করেন। ইউএনও জাহাঙ্গীর হোসেন তার বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে দেন। ভুক্তভোগী গণমাধ্যম কর্মী মো. এনামুল হক জানান, তার একটি কাজের জন্য অফিসের নিযুক্ত এক দালাল ২৫ হাজার টাকা দাবি করেন। অফিসের এক কর্মচারীর মাধ্যমে দশ হাজার টাকায় রফা হয়। অফিসটিতে কর্তব্যরত কর্মচারীদের এমনতর অসংখ্য অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী নেছারউদ্দিন আহমেদ টিপু, গোফরান বিশ্বাস পলাশ, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, এসকে রঞ্জন, রাসেল মোল্লা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির। সকলের বক্তব্যের প্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও জাহাঙ্গীর হোসেন উপস্থিত ভূমি অফিসের সকল কর্মীদের কঠোরভাবে সতর্ক করেন। সেবা পেতে কোন ধরনের হয়রাণি করা হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অনলাইনে সরকার প্রদত্ত সেবসমুহ মানুষ যেন সহজভাবে পেতে পারে তার জন্য সকলের সহায়তা কামনা করেন। জনগণকেও তিনি এ বিষয়ে সচেতন হওয়ার অনুরোধ করেন।