বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

নওগাঁয় প্রশিক্ষিত যুবাদের কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

নওগাঁর ধামইরহাটে প্রশিক্ষিত নৃতাত্ত্বিক ও প্রান্তিক ৭০ জন যুবাদের কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেকস ও ইপারের সহযোগীতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন এর আয়োজন করেন।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। রেজিলিয়েন্স টু ইকোনমিক ভোলাটিলিট অফ ইন্ডিজিনিয়াস এ্যান্ড ভালনারাবল পপুলেশন্স থ্রো এম্পাওয়ারমেন্ট (রিভাইভ) প্রকল্প আওতায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ডাসকোর উপজেলা কর্মকর্তা রওনক লায়লা। এসময় ডাসকো ফাউন্ডেশন সংস্থা রিভাইভ প্রকল্প সমন্বয়কারী তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র মোক্তাদুল ইসলাম, ধামইরহাট ইউপি চেয়ারম্যান বদিউল আলমসহ প্রমুখ।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas