কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে শুক্রবার শেষ বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ন কবির। দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. ওমর ফারুক। অনুষ্ঠানে কলাপাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।