রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

কুয়াকাটায় শুক্রবার থেকে অনুষ্ঠিত হতে যা্েছ দুইদিন ব্যাপী “বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন” প্রতিযোগিতা

এ এম মিজানুর রহমান বুলেট , কলাপাড়া >>

কুয়াকাটায় শুক্রবার থেকে অনুষ্ঠিত হতে যা্েছ দুইদিন ব্যাপী “বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন” প্রতিযোগিতা ২০২৩। এ ম্যারাথন প্রতিযোগীতাকে ঘীরে কুয়াকাটা ও পায়রা বন্দরসহ পটুয়াখালী জেলার সর্বত্র উৎসাহ উদ্দিপণা দেখা দিয়েছে।

সমুদ্র উপকুলীয় এলাকায় প্রথম বারের মত অনুষ্ঠিত এ প্রতিযোগিতা দেখতে এখানকার মানুষ তাখিয়ে আছে। আগামীকাল ২৬ মে শুক্রবার বিকাল ৪টায় এ ম্যারাথন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএনএম বশির ঊল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার ২৫ মে বেলা সাড়ে ১২ টায় কুয়াকাটা ট্যুরিজম পার্কের হলরুমে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিক সম্মেলনে গনমাধ্যম কর্মীদের জানান, রোলার স্কেটিং ফেডারেশনের সদস্য ভূক্ত ২শ’ জন প্রতিযোগি ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিবেন। এদের মধ্যে ৫৩জন নারী প্রতিযোগী রয়েছে। এছাড়াও পটুয়াখালী জেলার বিভিন্ন স্কুলের ১শ’ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিবে। ২৬ ও ২৭ মে দুইদিন ব্যাপী ম্যারাথন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে আরো জানান, কুয়াকাটা সমুদ্র সৈকতকে একটি পরিচ্ছন্ন সৈকত হিসেবে উপহার দিতে ২৭ মে সকালে বীচ ক্লিনিং ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসাসের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা-২০২৩ এর সদস্য সচিব আশরাফুল আলম মাসুম, ব্যবস্থাপক (ফ্যাসিলিটি) মোঃ শহীদ উল্যাহ ভূইয়া, টেকনিক্যাল কমিটির চীপ আসিফ ইকবাল, সদস্য নওসিক হোসেন সহ কুয়াকাটায় কর্মরত প্রিন্ট ও টেলিভিশন সাংবাদিক বৃন্দ।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas