বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

গোপালপুরে ৪ লক্ষ টাকার চায়না জাল পুড়িয়ে বিনষ্ট করেছে প্রশাসন

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীতে নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ৬৫টি চায়না জাল পুড়িয়ে বিনষ্ট করে দিয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

আজ বুধবার বিকেলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত। জব্দকৃত জাল নলিন বাজার ঘাটে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রাশেদ, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, জেলা মৎস্য দপ্তরের উপসহকারী পরিচালক নাজমুল হাসান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা ও উপজেলা মৎস্য বিভাগের কর্মচারীবৃন্দ।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas