রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষকলীগ’র নবগঠিত কমিটির শ্রদ্ধা

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করেছেন কলাপাড়া উপজেলা কৃষকলীগের নবগঠিত কমিটির সদস্যরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার আওয়ামী দলীয় কার্যলয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য আর্পণ করেন তারা। পরে আওয়ামী দলীয় কার্যলয় মিলানায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় কলাপাড়া উপজেলা কৃষক লীগের নবনিযুক্ত সভাপতি অ্যাড.আনোয়ার হোসেন এর সভাপতিত্বেতে ও সাধারণ সম্পাদক মো: মুর্তুল্লাহ সৌরভের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ নাসির উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম।

এসময় কলাপাড়া পৌর সভার প্যানেল মেয়র হুমায়ুন কবির,উপজেলা কৃষকলীগের সিনিয়র সভাপতি অ্যাড.রাকিবুল আহসান আল মামুন, মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট,পৌর কৃষকলীগের সভাপতি দিদারুল ইসলাম দোলন ঢালী,সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলসহ উপজেলা কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের রুহের মাগফিরত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের ধর্মবিষয়ক সম্পাদক সোয়েবুর রহমান সোহাগ তালুকদার।

এর আগে গত মঙ্গলবার (২৩মে) বিকালে কলাপাড়া উপজেলা কৃষক লীগের ৭১সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন পটুয়াখালী জেলা কমিটি।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas