রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালী কলাপাড়ায় বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কলাপাড়া পৌর শহরে র‍্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর সহযোগিতায় কলাপাড়া ওয়াস ব্যবসায়ীর আয়োজনে মেসার্স সিকদার স্যানিটারী, চিংগুড়িয়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নমিতা রানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার কঞ্জারভেন্সী অফিসার মো: নুরুল হক । সভা পরিচালনা করেন কলাপাড়া ওয়াস ব্যবসায়ী সমিতির সম্পাদক মো: সাগর সিকদার। এসময় কমিউনিটি লোকদের মধ্যে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ওয়াস ব্যবসায়ী সমবায় সমিতির ও ওয়াস কন্জুমার গ্রুপের মধ্যে বক্তব্য রাখেন, সালমা বেগম, সুমন সিকদার, রিনা রানী, নন্দিনী গাইন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর বরগুনা ও কলাপাড়ার টাউন কো-অর্ডিনেটর  মো. শরিফুল ইসলাম খান ও মার্কেট ভেলপমেন্ট অফিসার-হোপ ফর দি পুওরেষ্ট কলাপাড়া পৌরসভার মো. জান্নাতুল নাঈম। আলোচনা সভায় মাসিক কি? মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার গুরুত্ব, মাসিক চলাকালীন পরিস্কার পরিচ্ছন্নতা, স্যানিটারী ন্যাপকিন ব্যবহারের সুবিধা, মাসিকের সময় অ-স্বাস্থ্যকর অভ্যাসের পরিনতি, মাসিক সংক্রান্ত কুসংস্কার, ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে কলাপাড়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas