মামলা সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে ওই নারীকে ওড়না দিয়ে শ্বাস রোধে হত্যা করে নিজ বাড়ির পুকুরে ফেলে দেয় শাহআলম। পরে পুলিশ গিয়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে শাহআলম বেশ কয়েকবার ওই নারীকে দাম্পত্য কলহের জেরে নির্যাতন করেছে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, আসামীকে আজই আদালতে প্রেরন করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।