রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন
“তামাক নয়, খাদ্য ফলান” এই স্লোগানে পটুয়াখালীতে নানান আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯.৩০ মিনিটে সার্কিট হাউসের সামনে থেকে রেলী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে করে জেলা প্রশাসক এর কার্যলয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের দরবার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
ওবায়দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন এস এম কবির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর র্সাকেল) সাজেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক খায়রুল ইসলাম মল্লিক, জেলা পাসপোর্ট অফিসার বছির আহমেদ , জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বখতিয়ার আহমেদ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ, মাহফুজা ইসলাম পরিচালক শুকতারা জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি মোতালেব মোল্লা সহ অন্যান্যরা।