বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:১৬ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় শ্বাসনালীতে মারবেল আটকে মো.জাবের (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাবের ওই গ্রামের মো.মাসুদ মিয়ার ছেলে। বাড়ীর সবার অগোচরে মারবেল নিয়ে খেলতে খেলতে এক পর্যায়ে মুখে নিয়ে খেলতে থাকলে মারবেলটি গলায় ভিতরে গিয়ে শ্বাসনালীতে আটকে যায় । তাৎক্ষনিক শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।