রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

আত্মীয়ের মৃত্যু দেখতে যাওয়ার পথে বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু, আহত ১

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জামাইয়ের বাড়ির এলাকার মৃত এক আত্বীয়কে দেখতে যাওয়ার পথে গাছের গুড়ি বোঝাই ট্রাক্টরের পেছনে সাথে ধাক্কা খেয়ে বাবা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে একই মোটরসাইকেলের অপর এক আরোহী।

বুধবার (৩১ মে) ভোরে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের চুলিয়ারমোড় এলাকায় সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, পঞ্চগড়ের বোদা পৌরসভার তিতোপাড়া এলাকার বাবা আলমাস আলী (৬৩),তার ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) ও রযব আলীর ছেলে আমিন শেখ (৪৮)। এ ঘটনায় রযব আলীর আরেক ছেলে সালেকুর রহমান (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে দেবীগঞ্জের লক্ষীরহাট এলাকায় জামাইয়ের বাড়ির এক আত্বীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে আলমাছ তার ছেলে তহিদুল ও বোদা থেকে প্রতিবেশী দুই ভাইকে সাথে নিয়ে এক মোটরসাইকেল করেই বের হয় বাবা-ছেলে। একসময় তারা দেবীগঞ্জের লক্ষ্যিহাট তাতিপাড়া (চুলিয়ার মোড়) এলাকায় পৌছালে দাড়িয়ে থাকা গাছের গুড়ি বহনকারী একটি ট্রাক্টরের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তৌহিদুল ও আমিন শেখ মারা যায়। এদিকে আহত অবস্থায় আলমাস আলী ও সালেকুরকে রংপুর মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী মৃত্যুবরণ করে।

দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। দুইজন ঘটনাস্থলে নিহত হয়েছে একজন রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল হতে ট্রাক্টরটিকে জব্দ করা হয়েছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas