রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:-

কলাপাড়ায় চিংগরিয়া খাল বন্দোবস্তের কারনে সৃষ্ট সমস্যা ও নিরসনে করনীয় শীর্ষক আলোচনা সভা

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

পটুয়াখালী কলাপাড়ায় চিংগরিয়া খাল বন্দোবস্তের কারনে সৃষ্ট সমস্যা ও নিরসনে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর আয়োজনে কলাপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বুধবার সন্ধ্যায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর কলাপাড়া নেটওয়ার্ক সদস্য মেজবাহ উদ্দিন মাননু এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন, নাগরিক উদ্যোগ কলাপাড়া এর আহবায়ক নাসির তালুকদার, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, শিক্ষক আতাজুল ইসলাম, জি এম মাহবুব, মনিরুল ইসলাম মনির, সমাজ কর্মী হেমায়েত উদ্দিন লিটন, রাসেল কবির মুরাদ, এসএম মাইনুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, আমরা কলাপাড়াবাসী’র সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, চিংগরিয়া খাল কলাপাড়া পৌর সভার প্রাণ এ খালের সকল বন্দোবস্ত বাতিল না করলে অচিরেই পৌরবাসী ড্রেনেজ ব্যবস্থা সহ বর্ষা মৌসুমে মারাত্মক ভাবে জলাবদ্ধতার পরবে। তাছাড়া কলাপাড়া পৌরসভার সকল খালগুলো দখল ও ভাগাড়ে পরিণত হয়েছে। এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বক্তারা পৌর কর্তৃপক্ষ সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas