রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

বৃষ্টি নিয়ে সুসংবাদ নেই জুনে, থাকছে নিম্নচাপের শঙ্কা

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

গত কয়েক সপ্তাহ ধরে সারাদেশে তেমন বৃষ্টিপাত নেই। তীব্র দাবদাহে জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। চলতি জুন মাসেও সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জুন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরো জানায়, এ মাসে দেশে ৪-৬ দিন হালকা থেকে মাঝারি ধরণের বজ্রঝড় হতে পারে।

একটি বা দুটি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সে.) থেকে মাঝারি (৩৮-৪০০ সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে
পারে।

এছাড়া নদ-নদীর অবস্থায় বলা হয়েছে, জুন মাসে ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণপূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে মে মাসে আবহাওয়া অধিদফতরের বৃষ্টিপাতের তথ্যানুযায়ী দেখা যাচ্ছে, এ মাসে স্বাভাবিকের অপেক্ষায় কম বৃষ্টিপাত হয়েছে।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas