রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:-

১১ কোটি ১৭ লাখ পাউন্ডের লটারি বিজয়ী কে?

কলাপাড়ার কন্ঠ ডেক্স >>

বৃটেনে জীবন পাল্টে দেয়ার মতো লটারি জিতেছেন কেউ একজন। ইউরোমিলিয়ন্স লটারিতে কোনো এক ভাগ্যবান জিতেছেন ১১ কোটি ১৭ লাখ পাউন্ড পুরস্কার। এ রিপোর্ট লেখা পর্যন্ত সৌভাগ্যবান ওই ব্যক্তির নাম জানা যায়নি। বৃটেনে তিনি হচ্ছেন এই পুরস্কার বিজয়ী ১৮তম ব্যক্তি। এই পুরস্কার জিতে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ অভিনেতা ডানিয়েল র‌্যাডক্লিফ (৯ কোটি ২০ লাখ পাউন্ড), গায়িকা দুয়া লিপা (৭ কোটি ৫০ লাখ পাউন্ড) এবং ফুটবলার হ্যারি কেইনের (৫ কোটি ১০ লাখ পাউন্ড) চেয়েও ধনী হবেন। সানডে টাইমস রিচ লিস্টে এ কথা বলা হয়েছে। ন্যাশনাল লটারির একজন উপদেষ্টা সবাইকে টিকেট নম্বর মিলিয়ে দেখার অনুরোধ করেছেন। যদি মনে করেন নম্বর মিলে গেছে তাহলে অবিলম্বে অবিশ্বাস্য এই পুরস্কার দাবি করতে বলা হয়েছে। পুরস্কার বিজয়ী নম্বর হলো ০৩,১২,১৫,২৫ এবং ৪৩। এক্ষেত্রে লাকি স্টার হলো ১০ এবং ১১।

খবরটি ফেইসবুকে শেয়ার করুন।

© All rights reserved -2023 © /kalapararkantho.com
Design & Developed BY Hafijur Rahman Akas